ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্বপ্নসারথি এবং ২০৪১ সালের সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের পরিচালক। তাই সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করতে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বও আজকের শিক্ষার্থীরাই পালন করবেন। তাই সবাইকে সঙ্গে নিয়েই জয়ের পথে হাঁটতে হবে। বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি বজায় রাখতে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কোনক্রমেই  অশুভশক্তির ফাঁদে পা দিয়ে ভুল পথে হাঁটা যাবে না।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত ও শক্ত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের নাগরিক হবো, এটি আমাদের স্বপ্ন।  সেই স্বপ্নের পথে হাঁটতে হলে ছোট বিষয়গুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন  ঘটনার পরিপ্রেক্ষিতে ছড়িয়ে পড়া গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পড়াশোনা করতে হবে। কোনক্রমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পেছনে হাঁটা যাবে না। এই দেশ সবাইকে একসঙ্গে মিলেমিশে থেকেই দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাই শিক্ষার্থীদের অন্য সবকিছুর চেয়ে পড়াশোনা ও জ্ঞানের ভিত্তি মজবুত করে ভালোভাবে গড়ে ওঠার দিকেই বিশেষ খেয়াল রাখতে হবে।

এছাড়াও সম্প্রতি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের গাড়ি ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

বিশেষ মতবিনিময় সভায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ, নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্, ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন এবং শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদারসহ স্থানীয় নিউমার্কেট জোন ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরএইচটি/এসএম