রাজধানীর শাহবাগের পুরাতন বাংলাদেশ বেতার ভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বেতার ভবনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলশ্রুতিতে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে শাহবাগের পুরাতন বেতার ভবনে পুষ্পস্তবক অর্পণ, বিএসএমএমইউয়ের বি ব্লকের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বাংলাদেশ বেতার, শাহবাগস্থ সম্প্রচার ভবন ১৯৬০ সালে স্থাপিত হয়। এটি দেশের প্রথম এবং প্রাচীনতম পুর্ণাঙ্গ ব্রডকাস্টিং হাউজ। এ সম্প্রচার ভবন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহকরূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ এর ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সরাসরি সম্প্রচারে তৎকালীন পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে এ কেন্দ্রের সব সম্প্রচার কার্যক্রম বেতার কর্মীরা বন্ধ করে দেন এবং তাদের আন্তরিক প্রচেষ্টায় পরের দিন ৮ মার্চ সকালে এখান থেকে ঐতিহাসিক ভাষণটি প্রচারিত হয়।

শারফুদ্দিন আহমেদ বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কেন্দ্রের ১ নং ষ্টুডিও থেকে জাতির উদ্দেশে সরাসরি প্রথম ভাষণ দেন। এ পুরাতন বেতার ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার পরিধি বিস্তৃত করতে এ ভবনটি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

উপাচার্য তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে শাহবাগের পুরাতন বেতার ভবনে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এরপর বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাধারণ কর্মকর্তারা, শিক্ষকরা, চিকিৎসকরা, ছাত্রছাত্রীরা, নার্সরা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ও ডিন অধ্যাপকদের মধ্যে ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডা. মোহাম্মদ হোসেন, ডা. মাসুদা বেগম, ডা. শিরিন তরফদার, ডা. দেবতোষ পালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টিআই/এফকে