বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং (এনএএমই) স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তিন দিনব্যাপী ‘নেম ফেস্ট’ শুরু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) প্রথম দিনে নেম ফেস্টের উদ্বোধন ও র‌্যালিসহ দিনব্যাপী নানার কর্মসূচি পালন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারি। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল ইসলাম।

প্রথম দিনে ফটোগ্রাফি এক্সিবিশন, শিক্ষার্থীদের চাকরির বাজার ও ক্যারিয়ার বিষয়ে সেমিনার এবং বারবিকিউ নাইট অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দ্বিতীয় দিনে নেম অলিম্পিয়াড, থ্রিডি ডিজাইন কনটেস্ট ও এক্সেল কনটেস্ট অনুষ্ঠিত হবে। শেষ দিন সোমবার গ্র্যান্ড ডিনার, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

এসআই/ওএফ