ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় রাবি প্রেসক্লাবের নিন্দা
সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি বেলাল হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক আবু সাইদ সজল যৌথ বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা জেলা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায়। মূলত অভিযুক্তের কর্মকাণ্ড আড়াল করা এবং সাংবাদিকদের হয়রানি করাই এ মামলার উদ্দেশ্য বলে আমরা মনে করি। এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত।
বিবৃতিতে তারা আরও বলেন, এ ধরনের ঘটনা বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, যা মোটেই কাম্য নয়। তাই অবিলম্বে এ ভিত্তিহীন মামলার প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। সংবাদটির জেরে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলা করেন স্থানীয় চেয়ারম্যান মোসাব্বির।
জুবায়ের জিসান/এমজেইউ