ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বিজয় দিবসের প্রথম প্রহরে দেশাত্মবোধক গান আর অন্ধকার আসমানে আলোবাহী ফানুস উড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার পর থেকেই তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা। টিএসসিভিত্তিক সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলে বিজয় উৎসব ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২২’। বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা একে একে পরিবেশন করে দেশের গান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি ফোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্লোগান-৭১। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা আতশবাজি ফুটাতে দেখা যায়। অন্ধকার আকাশ মুহূর্তেই আলোকোজ্জ্বল হয়ে ওঠে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, গত দুই বছর প্রথম প্রহরে টিএসসিতে বিজয় উদযাপন করি। বিজয়ের সব আনন্দ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিলিত হয়। বন্ধুদের সঙ্গে গান গেয়ে, ফানুস উড়িয়ে উদযাপন করলাম। সবমিলিয়ে অনেক ভালো লাগা কাজ করছে। বিজয় দিবসকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের বাইরের অনেকেই এই আনন্দে যুক্ত হয়েছেন।

এদিকে বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রঙে। বিশ্ববিদ্যালয়ের সড়ক, উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে। বিভিন্ন হলেও বিজয়ের প্রথম প্রহরে শিক্ষার্থীরা বিজয় দিবস উদযাপন করেন।

এইচআর/এসএসএইচ/