বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কোথায় হবে তা নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চাইলেও সরকার সে অনুমতি দিচ্ছে না। 

এ পরিস্থিতিতে গতকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে রয়েছে ছাত্রলীগ। গতকালের মতো আজও (শুক্রবার) সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।  

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, নীলক্ষেত মোড়, কার্জন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। গতকাল বৃহস্পতিবারও একইভাবে অবস্থান নিয়েছিল ছাত্রলীগ।

সলিমুল্লাহ মুসলিম হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদুল্লাহ হল, সূর্যসেন হল, রোকেয়া হল ছাত্রলীগসহ প্রায় সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আছেন। 

 অবস্থানের বিষয়ে জানতে চাইলে জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা জহুরুল হক হল ছাত্রলীগ নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। ক্যাম্পাসে আমরা সন্ত্রাস চাই না, তাই বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনকে বয়কট করার জন্য আমরা মাঠে আছি।

ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি আবারও সন্ত্রাসের চেষ্টা করছে, নাশকতার চেষ্টা করছে। তারা ক্যাম্পাশে লাশ ফেলে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। আমরা যেকোনো মূল্যে নাগরিক দায়িত্ব হিসেবে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ঐক্যবদ্ধ। 

এইচআর/এনএফ