চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
খাগড়াছড়ির রামগড়ে চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে নাইমুল হাসান মিশন (২১) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন। নাইমুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল গ্রামে কামাল উদ্দিনের বড় ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, নাইমুল বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে চাদরে পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভোরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।
বিজ্ঞাপন
চিরকুটে লেখা ছিল, ‘এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। তাই আমি এই সিন্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমার জন্য যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন...।’
ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন বলেন, নাইমুল হাসান মিশন কিছুদিন ধরে মানসিক দুঃশ্চিন্তাগ্রস্ত ছিল। এজন্য তাকে ঢাকায় ডাক্তার দেখানো হয়। ডাক্তারও এ সংক্রান্ত চিকিৎসা দিয়েছিলেন।
রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
জাফর সবুজ/এমএসআর