ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে একটি সম্মেলন আয়োজন করা হবে বলে জানা গেছে।

বুধবার (১০ আগস্ট) ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিসিওসিয়া ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ ব্যাপারে আলোচনা হয়। প্রিন্সেস অ্যানি এলিজাবেথ এলিস লুইস এ সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া নভেম্বরের শেষ সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈশ্বিক উচ্চশিক্ষা বিষয়ক উপাচার্যদের সম্মেলনে যোগদানের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ঢাবি উপাচার্যকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।

এ সময় ব্রিটিশ কাউন্সিলের ফ্যাসিলিটিজ ও সিকিউরিটি শাখার প্রধান তওফিক ওয়াহিদ উপস্থিত ছিলেন।

এইচআর/ওএফ