ক্যাম্পাস এবং হল খোলার দাবিতে মানববন্ধন ও মিছিল করার উদ্দেশে দল বেঁধে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়েছেন।

আগত শিক্ষার্থীরা বলছেন, ২৪ মে (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে এর এক সপ্তাহ আগে ১৭ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়গুলোর সব আবাসিক হল খুলে দেওয়া হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখন টিএসসিতে সকল শিক্ষার্থীরা জড়ো হয়ে সিদ্ধান্ত নেবেন, তারা এই সিদ্ধান্ত মানবেন নাকি আন্দোলন করবেন।

এ বিষয়ে ঢাবির শহীদুল্লাহ হলের শিক্ষার্থী আব্দুল্লাহ ঢাকা পোস্ট-কে বলেন, ‘আমরা এখন টিএসসিতে এসেছি। আমাদের একটা মিটিং হবে এখানে। এরপর আমরা সিদ্ধান্ত নেব, কী করব আমরা?’

অন্যদিকে, একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সব শিক্ষার্থীরা আসার পর তারা প্রথমে মানববন্ধন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মানববন্ধন শেষে তারা টিএসসি থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত মিছিল করবেন।

এর আগে, বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে শহীদুল্লাহ হলে ঢুকেছেন বলে জানা গেছে। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্প্রতি, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে তালা ভেঙে হলে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাবি শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস ও হল বন্ধ থাকায় আশপাশের এলাকায় তাদের অবস্থান করাটা বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিপরীতে জাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে কোনো কোনো আবাসিক হলে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

এমএসি/এমএইচএন/এফআর