ঢাবির ‘ঘ’ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে প্রথম যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত (সমন্বিত) ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১.৪২ শতাংশই ফেল করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সমন্বিত ইউনিটে মোট ৬ হাজার ১১১ জন ভর্তিচ্ছু পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাশ করেছে ৪ হাজার ৮১১ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১ হাজার ৫ জন এবং মানবিক থেকে পাশ করেছে ২৯৫ জন। যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
বিজ্ঞাপন
প্রকাশিত ফলে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন অনন্য গাঙ্গুলী। তিনি সরকারি কে এম এইচ কলেজের শিক্ষার্থী। লিখিত ও এমসিকিউতে তিনি সর্বমোট ৮৩ দশমিক ৯৫ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৫০ দশমিক ২৫ এবং লিখিততে পেয়েছেন ৩৩ দশমিক ৭০। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ১০৩ দশমিক ৯৫। ভর্তি পরীক্ষায় ঢাকার ইডেন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।
আরও পড়ুন : ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১ শতাংশই ফেল
মানবিক বিভাগে প্রথম হয়েছেন তানজিদ হাসান আকাশ। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী। লিখিত ও এমসিকিউতে তিনি সর্বমোট ৮৪ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৫০ দশমিক ৫০ এবং লিখিততে পেয়েছেন ৩৩ দশমিক ৫০ নম্বর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ১০৩ দশমিক ৪৪। ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।
বাণিজ্য শাখায় প্রথম হয়েছেন আয়েশা জাহান সামিয়া। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তিনি রাজধানীর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। লিখিত ও এমসিকিউতে তিনি সর্বমোট ৭৩ দশমিক ১ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৩৭ দশমিক ৫০ এবং লিখিততে পেয়েছেন ৩৫ দশমিক ৬০ নম্বর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ১।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ঘ-ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। তাছাড়াও, আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
এইচআর/আইএসএইচ