সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর সিলেট’ অনুষ্ঠিত হয়েছে। এতে কনসার্টে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

এ সময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীরা বন্যার্তদের জন্য অর্থ সহায়তা করেন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় কনসার্ট অনুষ্ঠিত হয়। 

কনসার্টে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশীদ খান বলেন, সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত।  আজকের এ কনসার্ট নিঃসন্দেহে প্রশংসনীয়। নৈতিক স্থান থেকেই বন্যার্তদের সহায়তায় এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চলা উচিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলেটের জেলাগুলোতে বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। আমরা মানবিক সহযোগিতার অংশ হিসাবে এ কনসার্ট আয়োজন করেছি। এর মাধ্যমে সংগ্রহকৃত অর্থ বন্যার্ত মানুষের জন্য পাঠাব। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমানের সভাপতিত্বে কনসার্ট সঞ্চালনা করেন সাহিদুল ইসলাম ভূঁইয়া।  

এমটি/আরএইচ