মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

রোববার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় কলেজ ছুটির পর শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি মোড় ঘুরে নীলক্ষেতে এসে শেষ হয়।

এসময় কলেজের শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা’, ‘ভারতীয় পণ্য, বয়কট বয়কট’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মুসলমানদের হৃদয়স্পন্দন হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার মাধ্যমে নূপুর শর্মা এবং জিন্দাল হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাদের এ ধরনের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাবের দাবিও জানান তারা।

হাসিব বিল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেক সনাতন ধর্মাবলম্বী বন্ধুরাও আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। ধর্মই কাউকে ছোট করার বা অবজ্ঞা করার শিক্ষা দেয় না। মূল সমস্যা হলো মানসিকতার। এর পরিবর্তন জরুরি।

এর আগে, গত শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মিরপুর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আরএইচটি/এমএইচএস