একজন প্রিয় জয়নাল স্যার
কথায় আছে একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। প্রাথমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে আমাদের শিক্ষা জীবনের সূচনা হয়। শিক্ষা জীবনে আমাদের অনেক শিক্ষকের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়। তাদের কাছে যাওয়ার সুযোগ হয়। তারমধ্যে এমন কয়েকজন শিক্ষক থাকেন যার সঙ্গে সম্পর্কটা শুধু স্কুল, বই এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার ব্যক্তিত্ব, শিক্ষাদান পদ্ধতি সবই আমাদের স্মৃতির পাতায় আজীবনের জন্য গেঁথে যায়।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক থাকেন যিনি শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হিসেবে মনের মধ্যে জায়গা করে নেন। প্রিয় শিক্ষক সবার কাছেই পরিচিত একটি শব্দ। বিশেষ করে শিক্ষার্থীদের কাছে সব থেকে পরিচিত শব্দ। এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না, যার কোনো প্রিয় শিক্ষক নেই।
বিজ্ঞাপন
তেমনই একজন, ধানমন্ডির সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের জয়নাল আবেদিন শাহিন স্যার। জয়নাল স্যার নামেই সুপরিচিত তিনি। তাকে নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ভালোবাসার ও আগ্রহের শেষ নেই।
জয়নাল স্যার ক্লাসে আসা মানেই বাড়তি আমেজ। এমনও হয় অন্য ক্লাসের সময় যারা সাধারণত ক্লাস ফাঁকি দেয় তারাও জয়নাল স্যারের ক্লাসে সঠিক সময়ে চলে আসে। জয়নাল আবেদিন আইডিয়াল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক। যার মায়ায় অনেক শিক্ষার্থী চলে আসে কলেজে। তিনি সবসময় শিক্ষার্থীদের হাস্যরসের মাধ্যমে পাঠদান করেন। তাতে শিক্ষার্থীদের যেমন মনোনিবেশ বাড়ে পড়ালেখার প্রতি তেমনি উপভোগ করে তার পড়ানো।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সাধারণত তার একনিষ্ঠ ভক্ত। যিনি বারবার সব ব্যাচের প্রিয় শিক্ষক। জয়নাল আবেদিন স্যার ২০১৭ সালে আইডিয়াল কলেজে যোগদানের পর থেকেই প্রিয় শিক্ষক হয়ে উঠেন। শিক্ষার্থীদের উচ্ছ্বাসের শেষ নেই তাকে নিয়ে।
আইডিয়ালের কলেজের এই প্রিয় শিক্ষক প্রথম যেদিন ক্লাসে এসেছিলো সবার উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথম দিনেই তার কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল সব শিক্ষার্থী। মুগ্ধ হয়ে শুনছিল সবাই তার পাঠদান।
জয়নাল স্যারের পাঠে শিক্ষার্থীদের জ্ঞানচক্ষু উন্মােচিত হয়। রসহীন পাঠ্য বিষয়বস্তুকেও তিনি সুমধুর করে তুলেন। তার ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করে। তার অসাধারণ বাচনভঙ্গি, বােঝানাের ক্ষমতা এবং সদা হাস্যোজ্জ্বল মুখ মন্ত্রমুগ্ধের মতাে করে রাখে ছাত্রছাত্রীদের।
আইডিয়ালের কলেজের প্রত্যেকটি শিক্ষার্থীদের আইডল জয়নাল স্যার। আমার নিজের ও আইডল জয়নাল স্যার। তার কথা আমার অনুপ্ররেণা। তার কথায় আমার পাঠ্য বইয়ে মনোনিবেশ হয়। জয়নাল স্যার আইডিয়াল কলেজের সকল শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষক। তিনি প্রাক্তন থেকে নবীন সকলের প্রিয় শিক্ষক।
লেখক
সোহানুর রহমান সোহাগ
শিক্ষার্থী, আইডিয়াল কলেজ
ধানমন্ডি-১২০৫