রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলীর অতর্কিত হামলায় নতুন হলের নুসরাত জাহান বাঁধন নামে আবাসিক এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

হল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কলেজ ছাত্রলীগের সভাপতি শেলী দলবল নিয়ে কয়েকটি কক্ষে তালা দেন। এরপর নুসরাত জাহান বাঁধনের কক্ষে গিয়ে তিনিসহ কয়েকজনের ওপর হামলা করেন। 

মূলত সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুপস্থিতিতে পদ পাওয়ার পর থেকেই নতুন হল নিজের দখলে নেওয়ার চেষ্টা ও সিটের জন্য চাঁদা দাবি করে আসছিলেন শেলী। এর জেরে হাবিবার অনুসারীদের হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তিনি।  

সভাপতি শেলীর হামলায় আহত শিক্ষার্থী বাঁধনের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, আমার বোন বিকেলে কল দিয়ে বলেছে, তাকে সভাপতি শেলী প্রায় হুমকি দেয়, সিট নিয়ে ঝামেলা করে, অনেক সময় চাঁদা চায়। আজ সন্ধ্যায় শেলী দলবল নিয়ে তার কক্ষে এসে তাকে রক্তাক্ত করে। খবর পেয়ে আমি কলেজে এসেছি।

এ বিষয়ে বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ক্যাম্পাসে কোন ধরনের সমস্যা হয়নি। কোন সমস্যা নেই। সব ঠিক হয়ে গেছে।

এই কথা বলে তিনি ফোন রেখে দেন। পরবর্তীতে আরও কয়েকবার তার সঙ্গে যোগাযগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন ধরেননি।

এ বিষয়ে জানতে মুঠোফোনে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলীকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি৷

এএজে/আরএইচটি/আরএইচ