ইডেন মহিলা কলেজে র‌্যাগ ডের নামে বুলিং, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

শনিবার (২১ মে) ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে বন্ধে নির্দেশনা থাকায় নিজ নিজ বিভাগের ছাত্রীদের বিষয়টি জানানো হলো। সেই সঙ্গে বিষয়টি বিভাগীয় প্রধানদের নজরে রাখতে বলা হচ্ছে। কেউ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটালে ব্যবস্থা নেওয়া হবে। 

এএজে/ওএফ