কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের উদ্যোগে ‘একাডেমিয়া গোজ বিয়ন্ড’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে সরকারি, বেসরকারি ও একাডেমিক সেক্টরের বিশিষ্টজনদের নিয়ে সেমিনারটির আয়োজন করা হয়। 

পরবর্তী প্রজন্মের স্নাতকদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলা এবং প্রস্তুত করার গুরুত্ব সেমিনারে তুলে ধরা হয়। আসন্ন চ্যালেঞ্জের জন্য শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন, সে বিষয়ে আলোচকরা বাস্তব জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। কোকাকোলা বাংলাদেশ বেভারেজের ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাক্যাটের গ্রুপ ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রধান তৌসিফুল হাসান। স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার শিস স্বাপ্নিক সেমিনারে সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. এইচএম জহিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহরুখ আদনান খানসহ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা সেমিনারে অংশ নেন। 

আরএইচ