বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে একাডেমিক, প্রশাসনিকসহ সব ক্ষেত্রে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক। রোববার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত পরীক্ষা হল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার ভালো পরিবেশ থাকলে ভালো মানের শিক্ষার্থী বের হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ ধাপ হলো বিশ্ববিদ্যালয়। তাই আমাদের মনোযোগের বড় জায়গা হলো বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যে সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে সময় তাদের মন কর্মচঞ্চল থাকে। মনে তারুণ্যের উত্তাপ থাকে, তারা যদি এ উত্তাপ সমন্বয় করতে না পারে তাহলে ভুল পথে পরিচালিত হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে যত জমি আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এরপর শিক্ষা সচিব প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্প শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্স ইনিস্টিটিউট এবং স্বাধীনতা স্মারক পরিদর্শন করেন। এরপর ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য ড. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য ড.সরিফা সালোয়া ডিনা, প্রক্টর গোলাম রব্বানী, ছাত্র উপদেষ্টা নুরুজ্জামান খান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. হাফিজুর রহমান সেলিম, কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

শিপন তালুকদার/এসপি