‘আই অ্যাম গোয়িং’ এর অর্থ কী?
সালু: দোস্ত, ‘আই অ্যাম গোয়িং’-এর বাংলা কী?
কালু: আমি যাচ্ছি।
সালু: আমারে এর অর্থ তোর কয়া যাইতেই হইব। এভাবে যেতে পারবি না!
কালু: বললাম তো, আমি যাচ্ছি।
সালু: হায় কপাল! এর আগে সাত জনরে জিগাইছি, কেউ জবাব দিলো না। খালি কয়, আমি যাচ্ছি!

***

নিউটনের পরিচয় পর্ব
শিক্ষক: পল্টু, নিউটন সম্পর্কে কিছু জানো?
পল্টু: জানি স্যার!
শিক্ষক: বলো, কী জানো?
পল্টু: বিজ্ঞানীর নাম নিউটন। কাজ রহস্য উদঘাটন। বাড়ি ওয়াশিংটন। বাপের নাম কটন। ভাইয়ের নাম ছোটন। ছেলের নাম প্রোটন। প্রিয় হোটেল শেরাটন। প্রিয় খাবার মাটন। প্রিয় বন্ধুর নাম রতন। প্রিয় খেলার নাম ম্যারাথন। স্যার, আর কিছু?
শিক্ষক: আমার জন্য পানি আনো এক টন।

***

নায়িকার শপিং
নায়িকা: ওই হীরার দুল জোড়ার দাম কত?
ম্যানেজার: শুধু দশটি কিস দিলেই হবে।
নায়িকা: আচ্ছা। আর ওই স্বর্ণের সুতায় কাজ করা শাড়িটা?
ম্যানেজার: ওটার জন্য ৫টি।
নায়িকা: দু’টিই প্যাকেট করে দিন।

ম্যানেজার হন্তদন্ত হয়ে দুল আর শাড়ি প্যাকেট করে নায়িকার হাতে ধরিয়ে গলা বাড়িয়ে দাঁড়ালো। এবার নায়িকা তার সঙ্গে থাকা কাজের বুয়াকে বললেন—
নায়িকা: বিল চুকিয়ে দাও। খবরদার ১৫টার বেশি দিও না কিন্তু!