গোপন কথা কাউকে বলবে না
মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে ডেকে বললেন—
মহারাজ: তোমাকে একটা গোপন কথা বলব, কাউকে বলবে না তো?
গোপাল: আপনার কোনো কথাই আমি মনোযোগ দিয়ে শুনি না!

***

তুমি ওপাশে আছ কি না
মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে-
মা : হোমওয়ার্ক শেষ করেছো?
মা : ভাত খেয়ে থালা-বাসন ধুয়ে রাখবে কিন্তু।
মা : দরজা-জানালাগুলো বন্ধ করেছো?
মা : জামা-কাপড়গুলো ইস্ত্রি করে রাখো। কাল খুব সকালে স্কুলে যেতে হবে।
মা : শোন, তোমার বাবা আর আমি ঠিক করেছি, তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।
ছেলে : সত্যি?
মা : না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ কিনা।

****

বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক অন্যমনস্ক এক ছেলেকে বললেন-
শিক্ষক : এই বাদল, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো।

ছেলেটি সম্ভিত ফিরে পেয়ে দাঁড়িয়ে বললো-
বাদল : কে? আমি?
শিক্ষক : গুড, হয়েছে। বসো।