আজকের জোকস : ১২ ফেব্রুয়ারি, ২০২২
স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।
****
বিজ্ঞাপন
কম কথার মানুষ তিনি
শিক্ষক: দুই ঘণ্টা ধরে কলেজের অধিনায়ক ভাইয়া তোমাদের কী বললেন?
ছাত্র: ভাইয়া যে কম কথার মানুষ, সেটাই বুঝিয়ে বললেন।
যুক্তিবিদ্যার ছাত্রকে প্রশ্ন করলে যা হয়
কলেজে যুক্তিবিদ্যার ক্লাস চলছে। একপর্যায়ে শিক্ষক এক ছাত্রকে দাঁড় করালেন এবং বললেন—
শিক্ষক: আচ্ছা ধর, তুমি চেয়ারে বসেছো, চেয়ার মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসেছো। এ রকম একটি উদাহরণ দাও তো?
ছাত্র: ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি কেঁচো খেয়েছে। সুতরাং আপনি কেঁচো খেয়েছেন।
****
স্কুলে আসতে দেরি হওয়ার কারণ
শিক্ষক: তুমি স্কুলে দেরী করে এলেঅ্যা কেন?
বাবুল: সাইনের কারণে স্যার।
শিক্ষক: কিসের সাইন?
বাবুল: ওই যে লেখা ছিল, ‘সামনে স্কুল, আস্তে চলুন’।