দূরের বস্তু দেখার নতুন যন্ত্র আবিষ্কার
১ম বন্ধু: জানিস, আমি এমন এক যন্ত্র আবিষ্কার করেছি; যা দিয়ে দশ ইঞ্চি গাঁথুনির দেয়ালের ভেতর দিয়েও দেখা যায়।
২য় বন্ধু: তাই না-কি? তা নাম কী যন্ত্রটার?
১ম বন্ধু: জানালা।

***

কেকের ওপরে মোমবাতি নেই কেন?
বন্ধুর জন্মদিনে গিয়ে প্রশ্ন করলেন সজিব সাহেব-
সজিব: একি! কেকের ওপরে মোমবাতি নেই কেন?
বন্ধুর স্ত্রী: সে কখনো তার বার্থডে কেকের ওপর মোমবাতি জ্বালায় না।
সজিব: কেন?
বন্ধুর স্ত্রী: সে চায় না তার বয়সের ওপর আলোকপাত হোক।

***

সেলুনে কাটা চুল লম্বা করার দাবি
সেলুনে চুল কাটাতে গেলেন এক ভদ্রলোক। চুল কাটা শেষে নরসুন্দর ভদ্রলোকের মাথার পেছনে আয়না ধরে বলল-
নরসুন্দর: কেমন হয়েছে, স্যার?
লোক: ভালোই, তবে পেছনের চুলগুলো আরেকটু লম্বা করে দাও।