দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
কাকা আর ভাতিজা অনেক ভেবেচিন্তে ঠিক করলেন রেস্তোরাঁর ব্যবসা করবেন। তাই রেস্তোরাঁ তৈরি হলো। রান্নাবান্নাও হলো। তারপর ক্রেতার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু কোনো ক্রেতাই সেদিন এলো না। এভাবে এক দিন, দুই দিন করে সপ্তাহ পার হলো, কিন্তু ক্রেতার কোনো দেখা নেই। শেষে জানা গেল, চাচা তাদের রেস্তোরাঁর সামনে বড় করে লিখে দিয়েছিলেন, ‘দর্শনার্থীদের প্রবেশ নিষেধ’।

***
সুয়েজ খাল কে খনন করেছেন?
দুই বন্ধু তাদের বাবাদের কাজ-কর্ম নিয়ে তর্ক-বিতর্ক করছেন—
প্রথম বন্ধু: তুমি কখনো সুয়েজ খালের নাম শুনেছ?
দ্বিতীয় বন্ধু: শুনব না কেন? এটা তো ছোট্ট বাচ্চাও জানে।
প্রথম বন্ধু: এই খাল পুরোটাই আমার বাবা খনন করেছিলেন।
দ্বিতীয় বন্ধু: চাপাবাজি ছাড়ো, এটা কখনো হতেই পারে না। কিন্তু তুমি কি ডেড সির নাম জানো?
প্রথম বন্ধু: কেন, কী হয়েছে তাতে?
দ্বিতীয় বন্ধু: এত কিছু জানো, আর এটাই জানো না। আমার বাবাই তো ওটাকে মেরে ফেলেছিলেন।

****
আয়নায় নিজের চেহারা দেখা
একদিন বাদশা তার সহযোগীকে বললেন
বাদশা: কাল থেকে আমি আর আয়নায় নিজের চেহারা দেখব না। আমার চেহারা যে এত বিচ্ছিরি, তা এতদিনে জানলাম।
সহযোগী: হুজুর, মাফ করবেন, আয়নায় নিজেকে দেখে বলছেন আপনি দেখতে বিচ্ছিরি। কিন্তু এই এতদিন সবাই আয়না ছাড়াই আপনাকে দেখতে বাধ্য হয়েছে।