অপারেশন শুনেই পালিয়েছে ঝন্টু
পিন্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?
ঝন্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!
পিন্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে! কেন কাপুরুষতা করলি?
ঝন্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না,স্যার! খোদার ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই।
পিন্টু: ভীতুর ডিম কোথাকার! মাথামোটা নার্স তোরে এইসব বললো আর এতেই পালিয়ে এলি?
ঝন্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে।

***
সাধু হওয়ার উপকারিতা
ঘরের ভেতর হাবলু ও তার স্ত্রী কথা বলছে—
স্ত্রী: অ্যাই শোনো, আমাদের তো কোনো ছেলেপুলে নেই। তাই ভাবছি আমার নামে যত সম্পত্তি আছে সবগুলো কোনো সাধু বাবাকে দান করে দেব।

কথাটা শুনেই হাবলু ঘর থেকে বের হয়ে এক ছুট। স্ত্রী খপ করে হাবলুর হাত ধরে বলল—
স্ত্রী: তুমি যাচ্ছ কোথায়? আমার চিন্তাটা সম্পর্কে কিছু একটা বলে যাও।
হাবলু: ভাবছি ঘরের সম্পত্তি ঘরেই রাখবো। তাই সাধু হতে যাচ্ছি।

***

পত্নী অর্থ কী?
রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল—
স্ত্রী: তুমি একটা মূর্খ।
স্বামী: কেন?
স্ত্রী: তুমি সত্যি এমএ পাস?
স্বামী: হ্যাঁ।
স্ত্রী: তাহলে পত্নী শব্দের অর্থ জানো না কেন?
স্বামী: জানি না কে বলল?
স্ত্রী: জানলে বলো।
স্বামী: যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায়, তাকেই তো পত্নী বলে।