আজকের জোকস : ২৬ জানুয়ারি, ২০২২
বাবার খবর জানতে চায় ছেলে
এক সকালে নাস্তার টেবিলে বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করছেন—
বাবা: স্কুলে তোমার কেমন চলছে খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝে-মধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস কর কেন?
বাবা: আমি তোমার বাবা। তো আমি তোমার পড়াশোনার খোঁজ-খবর রাখব না?
ছেলে: আমি কি কখনো জিজ্ঞেস করি, তোমার অফিস কেমন হচ্ছে? প্রমোশন পেতে কতদিন লাগবে?
****
স্বামী এক কথার মানুষ
স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে। এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত ! এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল স্বামী বেচারা—
স্ত্রী: খাটের নিচে উঁকি দিয়ে বলল, বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি!
স্বামী: উত্তরে মিনমিন করে বলল, কেন কি করবে তুমি আমার? তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি!
স্ত্রী: কি বললে? কি করবে তুমি আমাকে?
স্বামী: তোমাকে ভয় পাই ভেবেছ? তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু যা বলি তাই করি।
স্ত্রী: কী বলতে চাও তুমি? কী করবে শুনি?
স্বামী: একবার যখন বলেছি আমি খাটের নিচ থেকে বের হব না। তো কিছুতেই বের হব না।
বিজ্ঞাপন
****
চুরি করা গল্পের শ্রোতা যখন লেখক
বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটি গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেনআরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, শুনিনি।
গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন—
আরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, আমি শুনিনি।