চামচ দিয়ে মাছ ধরা

পাগলা গারদে এক পাগল একটা মগের ভেতরে চামচ ঢুকাচ্ছে আর বের করছে। পাশ দিয়ে সেখানকার এক ডাক্তার যাচ্ছিলেন।
ডাক্তার: কী করছো?
পাগল: ডাক্তার সাহেব, মাছ ধরছি চামচ দিয়ে।
ডাক্তার: 'ভালো ভালো'; এই বলে ডাক্তার চলে গেলেন।
ফেরার সময় দেখেন সেই পাগল তখনও একই কাজ করছে।
ডাক্তার:কি হে, কয়টা মাছ ধরলে?
পাগল: মগে চামচ ঢোকানো বন্ধ করে উঠে এলো ডাক্তারের কাছে। ফিসফিস করে বললো, 'ডাক্তার সাহেব, দেরি কইরেন না, আজকেই এই হাসপাতালে ভর্তি হয়ে যান।'
ডাক্তার: মানে? কেন?
পাগল: কারণ এই মগের মধ্যে চামচ দিয়ে মাছ ধরা যায়, এটা শুধু কোনো পাগলই বিশ্বাস করতে পারে।

কার স্ত্রী বেশি ভালো
প্রথম বন্ধু: আমার স্ত্রীর কোনো তুলনা নেই। চা খেতে গিয়ে আমার হাত থেকে কাপ পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সেটা নিয়ে সে এমনভাবে আঠা লাগিয়ে দিল যে বোঝারই উপায় নেই ওটা ভেঙেছিল।
দ্বিতীয় বন্ধু: একবার আমার প্যান্ট ছিঁড়ে গেল। আমার স্ত্রী এমনভাবে তা সেলাই করে দিল, দেখে বুঝতেই পারবে না ওটা কোনোকালে ছিঁড়ে গিয়েছিল।
তৃতীয় বন্ধু: আমার স্ত্রী আমার শার্টটা ধুয়ে দিয়েছে, তাকিয়ে দেখ, বোঝার উপায়ই নেই যে ওটা ধোয়া হয়েছে।

প্যান্টের পেছনে পোড়ার পর
স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল—
স্ত্রী: একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না তো?
স্বামী: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
স্ত্রী: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পেছনটা পুড়ে ফেলেছি।
স্বামী: তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওই রকম আরও একটা প্যান্ট আছে।
স্ত্রী: জানি, সেই প্যান্টটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।