আজকের জোকস : ১৩ জানুয়ারি, ২০২২
আই লাভ ইউ
একবার হানিফ রাস্তায় দাঁড়িয়ে এক মেয়েকে বলল-
হানিফ : আই লাভ ইউ!
মেয়ে : আমি অন্য একজনকে ভালোবাসি।
হানিফ : ওরে বাবারে, আমি তাইলে যাই!
মেয়ে : এই ছেলে কই যাস?
হানিফ : তোর মার কাছে বলে দিতে।
মেয়ে : ওই ছেলে দাঁড়া, আই লাভ ইউ টু।
****
ফেসবুক ফ্রেন্ড
হঠাৎ বাসায় কলিংবেল। গৃহকর্ত্রী গেলেন দরজা খুলতে। খুলেই তিনি অবাক, এক কাজের বুয়া দাঁড়িয়ে আছে।
গৃহকর্ত্রী : কে আপনি?
মহিলা : আপা, আমি আপনার ফেসবুক ফ্রেন্ড। গতকাল আপনি একটা স্ট্যাটাস দিলেন যে, আপনার বাসার কাজের বুয়া চইলা গেছে। সেইটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছাইড়া আপনার বাড়ি চইলা আইলাম।
গৃহকর্ত্রী : বাসার ঠিকানা কোথায় পেলে?
মহিলা : আপা, আপনার ছেলে দিছে। ও আবার আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড।
বিজ্ঞাপন
****
পাউরুটি দিয়ে বাচ্চা পরিষ্কার
সিন্টু সকাল বেলা ঘুম থেকে উঠে দেখল তার বিছানার পাশে টেবিলে জেলি মাখানো একটা নরম পাউরুটি। সে অনেক খুশিমনে পাউরুটিটা খেয়ে ফেললো।
একটু পরে সিন্টুর বউ এসে তাকে জিজ্ঞাসা করল-
বউ : হ্যাঁ গো, এখানে একটা পাউরুটি ছিল। তুমি দেখেছো?
সিন্টু : (মজা করে) নাতো... দেখিনি।
বউ : ঠিক আছে, দেখলে বাইরে ফেলে দিও।
সিন্টু : কেন, কী হয়েছে?
বউ : কাল রাতে টিস্যু শেষ হয়ে গিয়েছিল বলে পাউরুটি দিয়ে বাচ্চাকে পরিষ্কার করার কাজ চালিয়েছি