শত্রুকে হামলা করার উপযুক্ত সময়
ডাক্তার: আপনাকে বলেছিলাম, ঠিক রাত ১০টায় ওষুধ খাবেন। কিন্তু আপনি তো দেখছি প্রতিদিন ৩ ঘণ্টা আগেই ওষুধ খেয়েছেন!
রোগী: এ তো ভালোর জন্যই করেছি, স্যার!
ডাক্তার: ভালোর কি দেখলেন এতে আপনি? ভাইরাস কি তাতে মরবে?
রোগী: স্যার, শত্রুকে হামলা করতে হয় অপ্রস্তুত অবস্থায়- এটাও জানেন না!

****

বাবার বয়স কত
শিক্ষক: তোমার বাবার বয়স কত, ছোটন?
ছোটন: আমার যা বয়স, তাই।
শিক্ষক: ফাজলামো করিস? তোর বাবার বয়স তোর সমান!
ছোটন: জ্বী স্যার। কারণ যেদিন আমার জন্ম হলো সেদিনই তো তিনি বাবা হলেন!

****
স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।

****

অভ্যাসই যখন বিপদের কারণ
রাস্তায় দুই বন্ধুর দেখা। এক বন্ধু খোঁড়াচ্ছে—
১ম বন্ধু: কিরে, তোর পা ভাঙল কীভাবে?
২য় বন্ধু: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে।
১ম বন্ধু: তাতে পা ভাঙবে কেন?
২য় বন্ধু: অভ্যাসবশত পা দিয়ে মাড়িয়ে নিভাতে গিয়েছিলাম।