মানুষ পানিতে দ্রবীভূত হয়
এক লোক পানিতে ঝাঁপ দিল, আর কোনো দিন ফিরল না। আরেক লোক পানিতে ঝাঁপ দিল, সে-ও আর কোনো দিন ফিরল না। আমি রসায়নের নতুন একটি সূত্র খুঁজে পেলাম—মানুষ পানিতে দ্রবীভূত হয়।

****

সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হবে
জ্যোতিষীর কাছে গেছে এক ব্যাঙ—
জ্যোতিষী: খুব শিগগিরই তোমার একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হবে। সে তোমার ব্যাপারে সবকিছু জানবে।
ব্যাঙ: সত্যি! তার সঙ্গে আমার কোথায় দেখা হবে? নিশ্চয়ই কোনো পার্টিতে!
জ্যোতিষী: না। মেয়েটির জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে!

***
সাহায্যের জন্য আট ভাষায় চিৎকার
দুই অনুবাদক একটি নৌকায় করে ভিনদেশে যাচ্ছেন—
প্রথম অনুবাদক: আপনি সাঁতার জানেন?
দ্বিতীয় অনুবাদক: তা জানি না, তবে আটটা ভাষা জানি।
প্রথম অনুবাদক: তাতে কী লাভ?
দ্বিতীয় অনুবাদক: ডুবে গেলে সাহায্যের জন্য আট ভাষায় চিৎকার করতে পারব!

****

মুরগির ছানা দত্তক নিয়েছিল কাক

গাছের মগডালে উঠে বারবার লাফিয়ে পড়ছে একটা মুরগির ছানা। বোঝা যাচ্ছে, সে উড়তে চেষ্টা করছে। পাশের গাছে বসে দৃশ্যটি দেখছে এক কাক দম্পতি। তা দেখে স্ত্রী কাক বলছে—
স্ত্রী কাক: আমার মনে হয়, ওকে জানিয়ে দেওয়ার সময় হয়েছে যে, আমরা ওকে দত্তক নিয়েছিলাম!