আজকের জোকস : ৫ জানুয়ারি, ২০২২
আলমারি কেউ ধার দেয় না
সগীর: তোমার এত বইয়ের কালেকশন? আর তুমি কি-না এমন করে বইগুলো চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ? এই ভালো ভালো বইগুলো আলমারিতে রাখা উচিত।
সমীর: উচিত জানি!
সগীর: তাহলে রাখছো না কেন?
সমীর: বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।
****
মেয়েটি কোথায় যাবে?
বিকেলে পার্কে বসে গল্প করছে প্রেমিক-প্রেমিকা। সন্ধ্যা হয়ে এলে ছেলেটি জানতে চাইল–
ছেলে: কোথায় যাবে? তোমার বাসায় না আমার বাসায়?
মেয়ে: দুই জায়গায়ই। তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়।
বিজ্ঞাপন
****
প্রেমিকার জন্য মঙ্গল গ্রহে
ভালোবাসার তীব্রতা বোঝাতে গিয়ে প্রেমিক বলল–
ছেলে: তোমার জন্য আমি মঙ্গল গ্রহেও যেতে পারি।
মেয়ে: প্লিজ! তুমি ওখানেই থেকে যেও।