আজকের জোকস : ২ জানুয়ারি, ২০২২
প্রেমিকার নাম লেখায় হার্ট অ্যাটাক
প্রেমিক: আমি তোমার নাম বালিতে লিখলাম কিন্তু সেটা ধুয়ে গেল।
প্রেমিকা: তারপর?
প্রেমিকা: তোমার নাম আমি আকাশে লিখলাম কিন্তু সেটা মেঘে ঢেকে গেল।
প্রেমিকা: তারপর?
প্রেমিক: এরপর সব কিছু বাদ দিয়ে তোমার নাম আমার হৃদয়ে লিখলাম; তখনই আমার হার্ট অ্যাটাক হলো।
বিজ্ঞাপন
****
করোনা টেস্ট করাতে গিয়ে পাগলামী
এক ঘাড়ত্যাড়া লোক গেছেন করোনা টেস্ট করাতে। ডাক্তার বললেন, ‘৩৫০০ টাকা লাগবে।’ এটা শুনে ভদ্রলোক ডাক্তারের মুখের ওপর হাঁচি দিয়ে দৌড়ে পালালেন। ভয় পেয়ে ডাক্তার নিজের করোনা টেস্ট করে নিলেন।
এক সপ্তাহ পর ওই লোক চেম্বারে ফোন করে জানতে চাইলেন, ডাক্তার কি কোয়ারেন্টাইনে না-কি ছুটিতে গেছেন? ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জানালেন, ডাক্তার কোয়ারেন্টাইনে যাননি, চেম্বারেই আছেন, সুস্থ আছেন। ভদ্রলোক নিশ্চিন্ত হলেন, ‘যাক বাবা, ডাক্তার নেগেটিভ মানে আমিও নেগেটিভ।’
***
রেডিওতে বেহালা বাজানোর সুযোগ
বড় ভাইকে বেহালা বাজিয়ে শোনাচ্ছিল শোভা।
শোভা: কেমন লাগল ভাইয়া?
বড় ভাই: তোকে রেডিওতে বাজানোর সুযোগ দেওয়া উচিত।
শোভা: তার মানে আমি খুব ভালো বাজিয়েছি?
বড় ভাই: না! রেডিওতে বাজালে আমি ওটা বন্ধ করে দিতে পারতাম, যেটা এখন পারছি না।
****
পরের মাছটা ধরলে একটা হবে
বড় ভাই গেলেন মাছ ধরতে। কিছুক্ষণ পর ছোট বোন এসে বলল-
ছোট বোন: ভাইয়া, মা বলেছেন তুমি কয়টা মাছ ধরেছো, তা বলতে।
বড় ভাই: মাকে গিয়ে বল, পরের মাছটা ধরতে পারলেই একটা হবে।