আজকের জোকস : ২৮ ডিসেম্বর, ২০২১
হেলিকপ্টার নিচে পড়ার কারণ
জিকু হেলিকপ্টার নিয়ে আকাশে উড়েছেন। চালক তিনি নিজেই। কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি ধপাস করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন জিকু।
বিজ্ঞাপন
হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে এলেন। জিকুকে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা, কী ঘটেছিল বলুন তো?’
‘ঘটনা তেমন কিছু নয়। উপরে খুব ঠান্ডা লাগছিল, তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটি বন্ধ করে দিয়েছিলাম।’ জিকুর সহজ জবাব।
***
পুরোনো ট্রেনের পুরোনো টিকিট
সমীর ট্রেনে উঠেছে। একটু পর টিকিট চেকার এসে তার কাছে টিকিট দেখতে চাইল। সমীর পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলো।
টিকিট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শো-রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’
****
দেশলাই কাঠি জ্বলে না
দবির তার ছেলের সঙ্গে কথা বলছে—
দবির: গাধা কোথাকার। কেমন দেশলাই নিয়ে এলি, যার একটি কাঠিও জ্বলে না।
ছেলে: রেগে যাচ্ছ কেন? আমি তো সব কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেই নিয়ে এসেছি। তা না হলে তো আবার তুমিই রাগারাগি করতে।