আজকের জোকস : ২১ ডিসেম্বর, ২০২১
পাত্রীর বাবার মুখোমুখি
বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্ত। তাই একদিন পাত্রীর বাবার মুখোমুখি হলো—
বাবা: পান-টানের অভ্যাস আছে না কি?
শান্তা: তার আগে–কোথায় আর কী কী পান করতে দেবেন, সেটাই বলেন।
বিজ্ঞাপন
****
স্ত্রীর মুঠোফোনে এসএমএস
রমিজের স্ত্রীর বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি। রমিজ সকালে একটি এসএমএস করলেন স্ত্রীর মুঠোফোনে, ‘অবস্থা কী?’
কয়েক সেকেন্ড পরই একটি ফিরতি এসএমএস এলো, ‘ডেলিভারড’। রমিজ চেঁচিয়ে পুরো অফিস মাথায় তুললেন।
আধঘণ্টার মধ্যে চলে গেলেন স্ত্রী ও সন্তানের খোঁজ নিতে। গিয়ে দেখেন, তার স্ত্রী তখনো প্রসব বেদনায় কাতরাচ্ছেন!
****
অন্য কালারের কফি
জিতু গেছেন রেস্তোরাঁয় প্রথমবারের মতো কফি পান করতে। সেখানে ঢুকতেই ওয়েটার তাকে জিজ্ঞাসা করল, ‘স্যার, ব্ল্যাক কফি দেব?’
জিতু একটু ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন, ‘আরে ভাই, ব্ল্যাক কেন? অন্য যে কোনো কালারের কফি থাকলে দিয়ে দেন। না হলে চলে যাই।’
****
গণিত জানে না বাবা
বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা চার যোগ তিনে কত হয়?
বাবা: পাজি ছেলে, পড়াশোনা না করলে এমনই হয়। গাধা কোথাকার!
ছেলে: বলো না কত হয়?
বাবা: বেয়াদব ছেলে, এটাই পারিস না। ক্যালকুলেটরটা নিয়ে আয়, যা!