আজকের জোকস : ২০ ডিসেম্বর, ২০২১
চোখের পানির দাম
প্রেমিকা : তুমি জানো, আমার চোখের এক ফোঁটা পানির দাম কত?
প্রেমিক : কই না তো। কত বলো তো!
প্রেমিকা : যখন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় তখন প্রথমে আইলাইনার আর মাস্কারার সাথে মেশে। তারপর এটা যখন গাল দিয়ে নিচে নামে তখন ব্লাশারের সাথে মেশে। তারপর যদি ওই পানির ফোঁটাটি কোন ভাবে ঠোঁটে এসে লাগে তাহলেই হলো। এটা তখন লিপস্টিকের সঙ্গে মেশে। সব হিসেব করলে ওই এক ফোঁটা চোখের পানির দাম পরে দেড় হাজার টাকা!
প্রেমিক : খাইছে আমারে।
বিজ্ঞাপন
***
ঠান্ডা হয়ে গেলে
বল্টু তার বউকে নিয়ে কফিশপে গেছে-
বল্টু : কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউ : হোক, সমস্যা কী?
বল্টু : আরে বোকা, মূল্যতালিকা দেখ। হট কফি ২০ টাকা, কোল্ড কফি ৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে
****
পানি মাপতেছিলাম
এক শিয়াল খাল পার হচ্ছিল। সে ভাবলো লাফ দিয়ে পার হবে। লাফ দিল কিন্তু মধ্যপথে গিয়ে সে পানিতে পরে গেল। পানিতে পরে সে মরা মরা ভাব।
তার বন্ধু বানর ছিল পাশে। বানরটা অনেক কষ্ট করে তাকে উপরে তুলল। শিয়াল খাল থেকে উঠে বলল-
শিয়াল : আমি খালের পানি মাপতেছিলাম আর তুই আমাকে তুলে ফেললি!