জুতার তলা ক্ষয়

ছেলে : বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা : নিশ্চয়ই চাই।
ছেলে : তাহলে আমাকে একটা বাইক কিনে দাও। জুতার তলা ক্ষয় কম হবে, আমাকে জুতা কিনে দেয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

****

নাম জানতে চাইছি

যুবক : এই যে আপু, তোমার পরিচয়টা একটু দেবে?
মেয়ে : জি, আমার নাম অরপা।
যুবক : আজবতো, আমি কি কার মাথা, কার ঠ্যাঙ জানতে চাইছি? আমি তোমার নাম জানতে চাইছি!

****

তোমাকে বেঁধে পিটাবো

পুলিশ বাবা দেখল তার ছেলে তার মানিব্যাগ থেকে ১০০ টাকা নিচ্ছে। এসময় বাবা ছেলেকে ধরে বলল-
পুলিশ : এই ছেলে, চল থানায় চল। কারাগারে তোমাকে বেঁধে পিটাবো!
ছেলে : এবারে ৫০ টাকা নাও আর আমারে ছাইরা দাও!