আজকের জোকস : ১৪ ডিসেম্বর, ২০২১
গ্লাসের উপরের দিকটা বন্ধ
সুজন আর তার এক বন্ধু গ্লাস কিনতে দোকানে গেছেন। দোকানে একটি উল্টো করে রাখা গ্লাস দেখে—
সুজন: দেখ, এই গ্লাস তো নষ্ট!
বন্ধু: কেন, তুই কী দেখে নষ্ট বললি?
সুজন: আরে বোকা, দেখতে পাস না, গ্লাসটার উপরের দিকটা বন্ধ। পানি ভরবি কীভাবে, শুনি?
বন্ধু: আরে তাই তো! শুধু উপরটাই বন্ধ নয়, দেখ, গ্লাসটার নিচের দিকটাও কেমন ভাঙা।
বিজ্ঞাপন
****
টেলিভিশন ছাড়া সব কিছু চুরি
কাশিনাথ পুলিশের কাছে গিয়ে নালিশ করল—
কাশিনাথ: স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে।
পুলিশ: তা চোর মহাশয় সব নিলো কিন্তু টেলিভিশনটা নিলো না কেন?
কাশিনাথ: ওটা আর চুরি করবে কীভাবে বলেন, আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!
***
ট্রাকের নিচে পড়েছিল
শান্তা ও কান্তা গেছে মিশরে। মমি দেখে তারা খুবই অবাক—
শান্তা: আরে দোস্ত, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।
কান্তা: দোস্ত, আমারও তা-ই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে—বিসি ১৭৬০!
****
ফাঁসির আগে শেষ ইচ্ছা
জেলখানায় সগির ও পুলিশের মধ্যে কথোপকথন—
পুলিশ: ফাঁসির আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আজকে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে।
সগির: হুম, একটা ইচ্ছা আছে।
পুলিশ: কী সেই ইচ্ছা?
সগির: আমার পা ওপরে আর মাথা নিচে রেখে যেন ফাঁসিটা দেওয়া হয়!