আজকের জোকস : ১২ ডিসেম্বর, ২০২১
গাড়ি ভাড়া না দেওয়ার ফন্দি
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন। গাড়িচালক তার কাছে ভাড়া চাইল। শুনে তিনি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল—
চালক: ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?
হোজ্জা: আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ।
চালক: ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?
হোজ্জা: তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?
চালক: নিশ্চয়ই দেখেছি।
হোজ্জা: তুমি কি আমাকে চেন?
চালক: না, চিনি না।
হোজ্জা: তাহলে কী করে জানলে যে, আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?
বিজ্ঞাপন
***
বিলের গভীরতা এক ফুট
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!
****
ফুটবলার জিদান লাপাত্তা
বেশ কয়েক দিন ধরে ফুটবলার জিদান লাপাত্তা। তাই জিদানের স্ত্রী গেছেন ওই দেশের পুলিশের কাছে—
স্ত্রী: স্যার, জিদান এক সপ্তাহ আগে আলু কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। কিন্তু আজও বাসায় ফেরেননি। দয়াকরে যদি একটু খোঁজ করতেন তার।
পুলিশ: আপনি এত অস্থির হচ্ছেন কেন? আলু বাদে অন্য কিছু রান্না করলেই তো হয়!