আজকের জোকস : ৯ ডিসেম্বর, ২০২১
শীতের রাতে কম্বল
রাজা : শিয়ালগুলো ডাকছে কেন?
মন্ত্রী : শীতের রাত তো তাই।
রাজা : তাহলে ওদেরকে রাজকোষ থেকে কম্বল দেয়া হোক।
মন্ত্রী : জি হুজুর, আগামীকালই দেবো।
বিজ্ঞাপন
***
ইংল্যান্ডে দুর্ভিক্ষ চলছে
লেখক জি. কে চেস্টারটনের সঙ্গে অনেকদিন বাদে একটি ক্লাবে বার্নার্ড শ’র দেখা। শ’র পাতলা রোগা চেহারা দেখে চেস্টারটন বললেন, ‘শ’ তোমাকে দেখে তো লোক ভাববে ইংল্যান্ডে দুর্ভিক্ষ চলছে।’
শ’ চেস্টারটনের বিপুল পেটের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ‘আর তোমাকে দেখে লোকে ভাববে সেই খাদ্যাভাবের জন্য তুমিই দায়ী।’
***
জাহাজ ডাঙায় কেন
গোপালের সাথে এক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিচ্ছেন রামবাবু-
রামবাবু : বুঝলে গোপাল, ইনি হলেন শ্রী বিদ্যাচরণ মিশ্র। তোমার মতো অকাট মূর্খ নন, রীতিমত যাকে বলে বিদ্যার জাহাজ!
গোপাল : তা জাহাজই যখন ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না!
****
অন্ধকারে লিখতে পারো
ছেলে : বাবা তুমি অন্ধকারে লিখতে পারো?
বাবা : পারি। কি লিখতে হবে?
ছেলে : বেশি কিছু না বাবা। শুধু আমার রিপোর্ট কার্ডে একটি স্বাক্ষর দিলেই হবে।