আজকের জোকস : ৭ ডিসেম্বর, ২০২১
সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার!
একবার ভিয়েনায় একটি বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৫৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত দুই সিটের ওই বিমানটি ভিয়েনার একটি গোরস্থানের ওপর বিধ্বস্ত হয়েছিল।
বিজ্ঞাপন
****
সব পুরুষ আমার দিকে তাকায়
পথিক: আপনি আপনার এত সুন্দর কুকুরটার নাম ‘ছাগল’ দিলেন কেন?
লোক: আমার খুব ভালো লাগে, যখন রাস্তায় ‘ছাগল’ বলে ডাক দেই; তখন একসঙ্গে সব পুরুষ আমার দিকে তাকায়।
***
হেলিকপ্টার নিচে পড়ার কারণ
জিকু হেলিকপ্টার নিয়ে আকাশে উড়েছেন। চালক তিনি নিজেই। কিছুক্ষণ ওড়ার পর হেলিকপ্টারটি ধপাস করে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন জিকু।
হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে এলেন। জিকুকে জিজ্ঞাসা করলেন, ‘আচ্ছা, কী ঘটেছিল বলুন তো?’
‘ঘটনা তেমন কিছু নয়। উপরে খুব ঠান্ডা লাগছিল, তাই হেলিকপ্টারের ফ্যানের সুইচটি বন্ধ করে দিয়েছিলাম।’ জিকুর সহজ জবাব।
****
মজবুত আয়না চেনার উপায়
সুমন গেছেন আয়না কিনতে—
সুমন: ভাই, খুব শক্তিশালী আয়না দেখান তো?
দোকানদার: এই নিন। এটার দাম কিন্তু এক হাজার টাকা পড়বে।
সুমন: মজবুত হবে তো?
দোকানদার: হবে না মানে, আলবত হবে। আপনি আয়নাটি ১০০ তলার ওপর থেকে ফেলে দিলেও দেখবেন, এটি নিচের দিকের ৯৯ তলা পর্যন্ত ভাঙবে না।
সুমন: বলেন কী! এই আয়নাই তো আমার দরকার। ওটা প্যাকেট করে দিয়ে দিন।