পার্লারের গেটে শিস বাজাবেন না

বিউটি পার্লারের গেটের পাশে সাইনবোর্ড লাগানো-

‘এই পার্লারের গেট দিয়ে কোনো সুন্দরী মেয়েকে বের হতে দেখলে মনের ভুলেও শিস বাজাবেন না। কেননা সে কিন্তু আপনার দাদিও হতে পারে!’

****

লেখকের হাতের লেখা খারাপ

প্রকাশক: হাতের লেখা কী বিচ্ছিরি আপনার! উপন্যাসটা হাতে না লিখে কম্পিউটারে কম্পোজ করতে পারলেন না?
লেখক: কম্পিউটার কম্পোজ করতে জানলে কি আর উপন্যাস লিখে বেড়াই?

***

কথা কি কানে যাচ্ছে না?

এক লোক বসে খাবার খাচ্ছে। একটু দূরে বসে আছে ক্ষুধার্ত বেড়াল। সে বলল, ‘ম্যাও।’ লোকটা নির্বিকার। বেড়াল আবার বলল, ‘ম্যাও।’ কোনো প্রতিক্রিয়া দেখাল না লোকটি। বেড়াল তখন মরিয়া হয়ে বলল, ‘এই যে ভাই, ম্যাও-ম্যাও! কথা কি কানে যাচ্ছে না? কালা না-কি ভাই আপনি?’

****

লাইব্রেরি কয়টায় খোলে?

মাঝরাতে পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানের কাছে ফোন এলো—

লোক: হ্যালো, লাইব্রেরি কয়টায় খোলে?

লাইব্রেরিয়ান: আপনি কি এই কথা জানার জন্য আমাকে এত রাতে ফোন করলেন?

লোক: আহা! বলুন না লাইব্রেরি কয়টায় খোলে?

লাইব্রেরিয়ান: সকাল নয়টায়…

লোক: তার আগে খুলবে না?

লাইব্রেরিয়ান: না।

লোক: কোনোভাবেই খুলবে না?

লাইব্রেরিয়ান: না... কেন, কী করবেন এত সকালে লাইব্রেরিতে এসে?

লোক: আমি আসব কে বলল আপনাকে? আমি তো বের হব!