এলাকায় কোনো বাঘ নেই

একদিন নাসিরুদ্দিন হোজ্জা তার বাড়ির চারপাশে শুকনো খাবারের টুকরো ছড়িয়ে দিচ্ছিলেন—

পথিক: কী করছেন হোজ্জা?

হোজ্জা: বাঘকে দূরে সরিয়ে রাখছি।

পথিক: কিন্তু এ এলাকায় কোনো বাঘ তো নেই।

হোজ্জা: ঠিক বলেছ, খুবই কার্যকর পদ্ধতি, তাই না?

****

ট্রেনে না ঘুমানোর কারণ

সফদার: আমি সারারাত ট্রেনে ঘুমাইনি।

বন্ধু: কেন?

সফদার: কারণ ‘আপার বার্থ’ পেয়েছিলাম।

বন্ধু: এক্সচেঞ্জ করলি না কেন?

সফদার: এক্সচেঞ্জ করার মতো কাউকে পাইনি।

***

পাঁচ মাইল হেঁটে ডেলিভারি

পোস্টম্যান: আপনার এই প্যাকেট ডেলিভারি দেওয়ার জন্য আমাকে পাঁচ মাইল হেঁটে আসতে হলো?

শফিক: কী দরকার ছিল এত কষ্ট করার? তুমি পোস্ট করে দিলেই তো পারতে।

****

মোবাইল বিল জানার উপায়

এক লোক মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে নিজের বিল জানার জন্য—

অপারেটর: আপনার ‘কারেন্ট বিল’ জানার জন্য ১২৩-এ ফোন করুন।

লোক: আরে গাধা, আমি কারেন্ট বিল কত জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আমার মোবাইল বিল কত?