আজকের জোকস : ২৩ নভেম্বর, ২০২১
ঝগড়া বাঁধিও না আবার!
স্বামী: জানপাখি, তুমি কোথায়?
বিজ্ঞাপন
স্ত্রী: আমি তো তোমার হৃদয়ে বাস করি!
স্বামী: তা ভালো, সাবধানে থেকো। কিন্তু সেখানে অন্য যারা আছে, তাদের সঙ্গে ঝগড়া বাঁধিও না আবার...
স্ত্রী: ওরে শয়তানের হাড্ডি! আইজকা তুই বাড়ি আয়, তারপর দেখাইতাছি...
****
স্বামীকে ভয় দেখানো যায়
চাকরির পরীক্ষায় আইকিউ টেস্ট চলছে। প্রশ্নকর্তা হাসতে হাসতে জানতে চাইলেন-
প্রশ্নকর্তা: স্ত্রীরা অনেকেই সন্তানদের চিৎকার করে বকাঝকা করেন, এর পেছনে কারণ কী?
প্রার্থী: এর অন্যতম কারণ হচ্ছে- সন্তানদের চিৎকার করে বকাঝকা করার মাধ্যমে স্বামীকেও ভয় দেখানো যায়।
****
প্রেমিকের হৃদয় ভাঙার প্রতিশোধ
পিন্টু তার বন্ধু সেন্টুকে একদিন বলছে—
পিন্টু: জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
সেন্টু: কেন?
পিন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।
****
বিবাহিতা মেয়েদের খুব ভালো লাগে!
বিকেলে পার্কে বসে কথা বলছে প্রেমিক-প্রেমিকা। হঠাৎ প্রেমিকা বলে উঠল-
প্রেমিকা: তুমি কি বিয়ের পরও আমাকে এত বেশি ভালোবাসবে?
প্রেমিক: কেন নয়? আমার তো বিবাহিতা মেয়েদের খুবই ভালো লাগে!