কাঁচা কোন জিনিসটি ভালো?

পরিচিত এক লোক অন্য আরেক জনকে টিপ্পনী কেটে বলল-

প্রথম জন: চুল তো সব পেকে গেল!

দ্বিতীয় জন: কোন জিনিসটাই বা কাঁচা ভালো? সবই তো পাকা খোঁজেন।

**

স্বামীকে বোকা বলল স্ত্রী

সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। স্ত্রী রেগে গিয়ে স্বামীকে যা-তা শুনিয়ে দিচ্ছে। নিরুপায় স্বামী বলল-

স্বামী: বোকার মতো কথা বলো না।

স্ত্রী: সে কী! তা না হলে তুমি বুঝবে কী করে?

***
হাতের লেখা খারাপ কেন?

প্রথম বন্ধু: তুই ক্লাস লেকচার এমন খারাপ হাতের লেখায় তুলিস কেন?

দ্বিতীয় বন্ধু: কেন?

প্রথম বন্ধু: কিছুই বুঝি না!

দ্বিতীয় বন্ধু: এটা আমার নিজস্ব ফন্ট!

প্রথম বন্ধু: এরপর থেকে টাইমস নিউ রোমানে লেকচার তুলবি।

****

ঘুম ভাঙতে অ্যালার্ম ঘড়ি

রাফি: দোস্ত, আমার সকালে ঘুম ভাঙে না।

ববি: তো, আমি কী করতে পারি?

রাফি: আমাকে একটা ফোন দিস, প্লিজ!

ববি: সরি দোস্ত! বাবাকে অনেক পটিয়ে ফোনটা কিনেছি, এটা তোকে দিয়ে দিলে আমার চলবে কীভাবে? তার চেয়ে তুই বরং আমার অ্যালার্ম ঘড়িটা নিয়ে নে!