সোডা না খেলেও হুইস্কি খান

বিক্রেতা: কিছু পান করবেন?

ক্রেতা: না, ধন্যবাদ।

বিক্রেতা: চা?

ক্রেতা: না, চা খাই না।

বিক্রেতা: কফি?

ক্রেতা: কফিও খাই না।

বিক্রেতা: সোডাসহ হুইস্কি?

ক্রেতা: সোডা খাই না।

****

তিনবার জানান দিতে হবে?

প্রচণ্ড মদপানের পর মধু বিশ্বাস বাড়ি ফিরলেন গভীর রাতে। ঘরে ঢুকতেই দেয়াল ঘড়ি বেজে উঠল, ঢং-ঢং-ঢং। বিরক্তির সুরে তিনি বললেন—

মধু: বুঝেছি তো বাবা, রাত একটা বাজে। তাই বলে সেটা তিনবার জানান দিতে হবে?

***

শরীরের ওজন বাড়াতে উল্টো দৌড়

মারিয়ার চারদিকে শুধু হতাশা। হতাশা নিয়ে এক বিকেলে পার্কে হাঁটছেন। হঠাৎ দেখেন এক পরিচিত লোক উল্টো হয়ে দৌড়াচ্ছেন। তাকে থামিয়ে জানতে চাইলেন-

মারিয়া: আঙ্কেল, ঘটনা কী?

লোক: ডাক্তার ওজন কমানোর জন্য দৌড়ানোর পরামর্শ দিয়েছিলেন। তো দৌড়াতে দৌড়াতে একদিন মাপতে গিয়ে দেখি ওজন বেশি কমে গেছে। তাই এখন আবার বাড়ানোর জন্য উল্টো হয়ে দৌড়াচ্ছি।

****

বৃষ্টি থেমে গেলে বোঝার উপায়

সেন্টুর ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞাসা করল-

সবাই: কিরে সেন্টু, ছাতায় ফুটো কেন?

সেন্টু: আরে বোকার দল, বৃষ্টি থেমে গেলে বুঝবো কীভাবে?