পুরুষরা ময়লা কাপড় পরে

১ম বান্ধবী: পুরুষরা তাদের কাপড়কে কয় ভাগে ভাগ করে?

২য় বান্ধবী: দুই ভাগে।

১ম বান্ধবী: কী কী?

২য় বান্ধবী: এক. ময়লা কাপড়। দুই. ময়লা কাপড়, কিন্তু পরিধানযোগ্য।

***

টাকা না থাকলেও ব্যাংক হিসাব

তরুণী: আমি একা একটা ব্যাংক হিসাব খুলব।

ব্যবস্থাপক: কত টাকার?

তরুণী: আমার তো কোনো টাকা নেই।

ব্যবস্থাপক: তাহলে তো হিসাব খোলা যাবে না।

তরুণী: ঠিক আছে, যৌথ হিসাব খুলব।

ব্যবস্থাপক: কার সাথে?

তরুণী: কেন, টাকা আছে এমন কারও সাথে!

****

সাইকেল চালানোর জন্য ড্রাইভার

অজিত: মিস্টার জন হঠাৎ করেই ধনী হয়ে গেলেন।

রঞ্জিত: তুমি কীভাবে বুঝলে?

অজিত: কারণ সে তার সাইকেল চালানোর জন্য একজন ড্রাইভার রেখেছে।