শুধু খেলা হয়

শিক্ষক : বল তো বিবিসি-তে কী হয়?

আরিফ : ব্রিটিশ ব্রড কাস্টিং।

শিক্ষক : গুড। বিবি-তে কী হয়?

জহির : বাংলাদেশ ব্যাংক।

শিক্ষক : ভেরি গুড। ইএসপিএন-এ কী হয়?

মদন : সারাদিন শুধু খেলা হয় স্যার।

****
না দিলে নাইমা যাই

এক মহিলা দুই বাচ্চা নিয়ে বাসে উঠল। বাচ্চা দুটি কান্নাকাটি শুরু করল! তখন মহিলাটি তার বাচ্চাদের কান্না থামাতে বলছে-

মা : দেখ কান্নাকাটি করলে কিন্তু ওই আঙ্কেলকে তোমাদের চকোলেটগুলো দিয়ে দেব!

এই কথা সে ক্রমাগত বলে যাচ্ছে। তিন-চার স্টপেজ পার হয়ে যাচ্ছে। বাচ্চারা কান্নাকাটি করে আর সে শুধু বলে চকোলেটগুলো কিন্তু আঙ্কেলকে দিয়ে দেব!

এবার ভদ্রলোক উঠে বলল-

ভদ্রলোক : আপনার জন্য ৪টা স্টপেজ মিস করলাম! চকোলেট দিলে দেন, না দিলে নাইমা যাই।

****
বোতল আনছেন

এক পিচ্চি দোকানে গিয়েছে, হাতে একটা বোতল।

পিচ্চি : এক লিটার আটা দিন তো।

দোকানদার : বাবু, আটা লিটারে না কেজিতে বিক্রি হয়।

পিচ্চি : আচ্ছা। এই বোতলে এক কেজি আটা দিন তো!

দোকানদার : আহ! বাবু, এভাবে না। আটা বোতলে নেয় না। আচ্ছা তুমি আমার জায়গায় আস, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়।

পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর দোকানদার কাউন্টারের সামনে-

দোকানদার : এক কেজি আটা দিন তো।

পিচ্চি : বোতল আনছেন?