প্রকৌশলীদের সিনেমা কেমন হবে?

পল্টু: প্রকৌশলীরা সিনেমা বানালে নাম কেমন হতো?

লাল্টু: কেমন হতো?

পল্টু: ‘এসি বড় না ডিসি বড়’, ‘হার্ডডিস্ক দিবি কি না বল’, ‘ব্রাউজিং আজকাল’, ‘নিঃস্বার্থ ডিফ্রাগমেন্টেশন’, ‘পিসির প্রতি প্রেম’ ও ‘তুই আমার মাউস’!

***
কোন দেশের সাংবাদিকদের দক্ষতা কেমন?

বিভিন্ন দেশের সাংবাদিকদের সেমিনারে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে-

জাপানি: যেকোনো ঘটনা কে ঘটিয়েছে, সেটা জানতে আমাদের ৭২ ঘণ্টা সময় লাগে।

বৃটিশ: আরে ধুর, আমরা দুনিয়ার সেরা সাংবাদিক। অন্যায়কারীকে চিনতে আমাদের সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগে।

আমেরিকান: আমরাও ২৪ ঘণ্টার মধ্যে যেকোনো ক্রিমিনালকে পাকড়াও করতে পারি।

বাংলাদেশি: আমাদের দেশের ক্রিমিনালরা ঘটনা ঘটার সাথে সাথেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেন। ফলে ঘটনার সাথে সাথেই আমরা তথ্য পেয়ে যাই।

****

ধরা পড়ার পর চোরের কৌশল!

ঘড়ির দোকান থেকে একটি দামি ঘড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ল রুবেল। বেদম প্রহারের একপর্যায়ে সে দোকানের মালিককে বলল, ‘ভাই, আমি ঘড়িটা কিনে নেই। ঝামেলা আপনার আর আমার মধ্যে মিটে যাক।’

দোকানদার ভাবলেন প্রস্তাবটা মন্দ নয়। উপস্থিত জনতা রুবেলকে ছেড়ে দিলো। এরপর রুবেলকে নিয়ে দোকানে ঢুকলেন দোকানদার। ‘ক্যাশ মেমো’ লিখতে ব্যস্ত হলেন।

এবার বেশ ভাবের সঙ্গে বলল রুবেল, ‘কিছু মনে করবেন না দাদা। আমি যে বাজেট, এই ঘড়ির দাম তার চেয়ে একটু বেশি। আমাকে বরং কম দামি একটা ঘড়ি দেখান।’