আজকের জোকস : ১০ নভেম্বর, ২০২১
বক্তব্য শুনতে শুনতে লম্বা ঘুম
একটানা বক্তব্য শেষে বক্তা বললেন-
বিজ্ঞাপন
বক্তা: আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ।
শ্রোতা: ভালো কি মন্দ জানি না, তারপরও আপনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদ তো পেতেই পারেন!
****
একটি কঠিন প্রশ্নের জবাব
চাকরির ভাইভায় এক তরুণকে প্রশ্ন করা হলো-
প্রশ্নকর্তা: আপনাকে আমি ১০টি সহজ প্রশ্ন করব অথবা কেবল একটি কঠিন প্রশ্ন করব। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশনটা বেছে নেবেন।
তরুণ: কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।
প্রশ্নকর্তা: ভালো। এবার বলুন, কোনটা প্রথমে আসে- দিন না রাত?
তরুণ: দিন প্রথমে আসে, স্যার!
প্রশ্নকর্তা: কীভাবে?
তরুণ: দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!
***
ভবনের দোতলায় পেট্রলপাম্প
শফিক একটি পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে পড়েছে। মিঠুন এসে জিজ্ঞাসা করল-
মিঠুন: কিসের ব্যবসায় নেমেছিলি?
শফিক: আর বলিস না, পেট্রলপাম্প খুলেছিলাম একটা। একটা দিনও গাড়ি নিয়ে কেউ এলো না!
মিঠুন: কেন এলো না?
শফিক: এই যে ভবনটা দেখছিস, এটার দোতলায় দিয়েছিলাম পাম্পটা। মনে হয়, আরও উপরে গেলে ভালো করতাম।
****
মাছ ধোয়ার কী দরকার?
বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ কেন!
বাবুর্চি: মাছ তো সারাজীবন পানিতেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার?