আজকের জোকস : ৮ নভেম্বর, ২০২১
স্ত্রীর রান্না খেয়ে যা বললেন স্বামী
স্বামীকে খাইয়ে নববধূ জানতে চাইলেন-
বিজ্ঞাপন
নববধূ: এভাবে পুরোটা বছর যদি রোজ রোজ তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াই, তাহলে বিনিময়ে আমি কী পাওয়ার আশা করতে পারি?
স্ত্রীর কথা শুনে গম্ভীর মুখে স্বামী বলল-
স্বামী: আমার জীবন বীমার সব টাকা।
****
গানের বিনিময়ে এক জোড়া জুতা
ঘরে বসে গান গাইছেন স্ত্রী। কিছুক্ষণ পরে স্বামীকে ডেকে বললেন-
স্ত্রী: ওগো, দেখো, বাইরে থেকে একটা জুতো এসে ঘরে পড়ল।
স্বামী: তুমি গান চালিয়ে যাও, তাহলে এক জোড়া জুতা এসে পড়বে।
****
তোমাকে একই কথা বলছে
পল্টুর মেয়ে পল্টুকে জিজ্ঞাসা করল–
মেয়ে: বাবা, আমরা যে কাগজে পড়ি গো পুজা, গো মাতা, গো হত্যা। এই ‘গো’ মানে কী?
পল্টু: এই গো মানে গরু।
তখনই রান্না ঘর থেকে ডাক এলো–
স্ত্রী: ওগো শুনছো?
মেয়ে: ওই যে মা-ও তোমাকে একই কথা বলছে।