আজকের জোকস : ৩ নভেম্বর, ২০২১
খরগোশ-অজগরের কথোপকথন
এক রাতে পথ চলতে গিয়ে ধাক্কা খেল অন্ধ খরগোশ আর অন্ধ অজগর। খরগোশের শরীর স্পর্শ করে অজগর বলল, ‘নরম, কোমল লোম গায়ে, লম্বা কান... খরগোশ না-কি?’
বিজ্ঞাপন
খরগোশ এবার অজগরের শরীর স্পর্শ করে বলল, ‘ঠান্ডা ও পিচ্ছিল শরীর, একটাও কান নেই... সাউন্ড ইঞ্জিনিয়ার না-কি?’
****
বিয়ের কথাবার্তা চলছে
সোমার বান্ধবী অনামিকা। সে একদিন উপবৃত্তি না কিসের জানি একটি ফরম পূরণ করছিল। ফরমে একটি বিষয় ছিল ‘বৈবাহিক অবস্থা’।
অনামিকার তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তাই সে বৈবাহিক অবস্থার স্থানে লিখল ‘কথাবার্তা চলছে’। তার লেখা পড়ে হাসতে হাসতে সবার চোখে পানি চলে এলো।
***
এভারেস্ট অভিযাত্রীর অবসর কাটে যেভাবে
দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে—
প্রথম অভিযাত্রী: আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরটা আমার দুই জায়গায় কাটে।
প্রথম অভিযাত্রী: কোথায় কোথায়?
দ্বিতীয় অভিযাত্রী: অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দেই।
****
কুকুরের কাজ ঘেউ ঘেউ করা
রাতের অন্ধকারে কী একটা শব্দ শুনে সিকিউরিটি গার্ড তার কুকুরকে বললেন—
গার্ড: যাও তো, গিয়ে দেখে এসো, কী হচ্ছে ওখানে।
কুকুর: গরজ থাকলে নিজেই যান, বস। আমার কাজ তো ঘেউ ঘেউ করা। সেটা আমি এখান থেকেই করতে পারব।