ডিম আগে না মুরগি আগে?

এক রেস্তোরাঁয় বসে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছিল— ­
প্রথম বন্ধু: দোস্ত, ডিম আগে না মুরগি আগে?
দ্বিতীয় বন্ধু: তুই যেটার অর্ডার আগে দিবি, ওইটাই আগে আসবে।

****

পাঁচ মাইল হেঁটে ডেলিভারি

পোস্টম্যান: আপনার এই প্যাকেট ডেলিভারি দেওয়ার জন্য আমাকে পাঁচ মাইল হেঁটে আসতে হলো?
শফিক: কী দরকার ছিল এত কষ্ট করার? তুমি পোস্ট করে দিলেই তো পারতে।

****

মোবাইল বিল জানার উপায়

এক লোক মোবাইল ফোনের কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে নিজের বিল জানার জন্য—
অপারেটর: আপনার ‘কারেন্ট বিল’ জানার জন্য ১২৩-এ ফোন করুন।
লোক: আরে গাধা, আমি কারেন্ট বিল কত জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আমার মোবাইল বিল কত?

***
হারমোনিয়াম বাজানোর পর

এক বাদক হারমোনিয়াম বাজানো শেষে দর্শকদের উদ্দেশে বললেন—
বাদক: কেমন বাজালাম বলুন তো?
দর্শক: থামার পর বেশ লাগছে।

****

প্রেমিকের কথায় অবাক

প্রেমিক বলছে তার প্রেমিকাকে—
প্রেমিক: আমি যদি শিল্পী হতাম, তুমি হতে আমার ছবি। আমি যদি কবি হতাম, তুমি হতে আমার ছন্দ। আমি যদি গায়ক হতাম, তুমি হতে আমার গান। কিন্তু তোমার দুর্ভাগ্য...
প্রেমিকা: কেন?
প্রেমিক: আমি একজন কার্টুনিস্ট!’